দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী দুপচঁাচিয়া উপজেলা ও পৌর শাখার আয়োজনে গত ২৭ অক্টোবর রোববার বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে।
কর্মসূচীর মধ্যে ছিল সকালে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় যুবদলের দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান, দুপুরে দোয়া মাহফিল ও ক্বওমী মাদ্রাসায় এতিমদের মাঝে খাবার বিতরণ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী, যুগ্ম আহবায়ক মোস্তাক আহম্মেদ, ইব্রাহীম আলী, যুবদল নেতা মোখলেছার রহমান বাবু, জাহিদ হাসান রোস্তম, কাজী ইলিয়াস কল্লোল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা আবু রায়হান, যুবদল নেতা হুমায়ুন কবির, আশরাফুল আলম, সবুজ শেখ, বুলবুল মন্ডল, আব্দুস সালাম, আবু হাসান, আব্দুল মোমিন, আলামিন মন্ডল সান প্রমুখ।
একইদিন যুবদলের আরেক অংশের আয়োজনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান, জান্নাতুল ফেরদৌস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহেদুল হক তালুকদার কাজল, বিএনপি নেতা মিজানুর রহমান, সোহেল তালুকদার, মিনহাজুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব, মিজানুর রহমান পলাশ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাঈম কবিরাজ, যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান সানি, রিয়াদ সরদার, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোবাইদুন নবী তিতাস, যুবদল নেতা ইদ্রিস আলী খান, বেলাল হোসেন, আনোয়ার হোসেন, জুয়েল হোসেন, রাজা, মেহেদী হাসান, সবুজ প্রামানিক, সাইদুর রহমান, তারিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ওয়ালিউল ইসলাম পুটু, সদস্য সচিব মেহেদী হাসান, স্বেচ্ছাসেবকদল নেতা সুজন তালুকদার, উপজেলা কৃষকদলের সাবেক আহবায়ক কায়ছার আলী শেখ, শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মুকুট, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম সরদার, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম পাপ্পু, পৌর ছাত্রদলের সভাপতি নাঈম সরদার, সাধারণ সম্পাদক মিনারুর ইসলাম বর্ষন, মহিলা দলের নেত্রী আসফিয়া হায়াত সিলভা, রাহেমা খাতুন, ফাতেমাতুজ জহুরা পলি প্রমুখ। ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন ডাঃ সুগন্ধা সীমানা প্রামানিক।