পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মুখে কালো কাপড় মুড়ানো লতিফ নামে এক ভ্যান চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ।
রবিবার দুপুরে উপজেলার বৈরচুনা ইউনিয়নের পারঘাটা ব্রিজের পাশে হযরত এর ঘরের পিছন সাইডে তার লাশ উদ্ধার করেন পুলিশ।
স্থানীয় ও পুলিশ জানায়, উপজেলার দক্ষিন মাধবপুর বগুলাপাড়া গ্রামের মৃত আশির উদ্দিন ছেলে আব্দুল লতিব উদ্দিন(৫৮) অটোচার্জার ভ্যান নিয়ে প্রতিদিনের ন্যায় সে শনিবার দুপুরে ভ্যান নিয়ে বের হয়, সে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি পর রবিবার সকালে পারঘাটা ব্রিজের পাশে হযরত এর ঘরের পিছন সাইটে মুখে কালো কাপড় মুড়ানো লতিফ এর ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা।
পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার থানায় নিয়ে আসে।
এবিষয়ে পীরগঞ্জ থানার ওসি তদন্ত বিদ্যুৎ কুমার চৌধুরী জানায় এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে, লাশ ময়না তদন্তের জন্য মরগে করা হয়েছে।