মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আগৈলঝাড়ায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীর মৃত্যু। জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় দুপচাঁচিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাহিত্য প্রেমী ও দক্ষ সংগঠক সিরাজুল হক মন্টুর গল্প নন্দীগ্রামে চালককে মারপিট করে ইজিবাইক ছিনতাই সান্তাহার প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান বাগেরহাটে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

কমলাপুর স্টেশনের স্ক্রিনে ভেসে উঠলো ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৭১
কমলাপুর স্টেশনের স্ক্রিনে ভেসে উঠলো ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’
কমলাপুর স্টেশনের স্ক্রিনে ভেসে উঠলো ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’

আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে আড়াই মাসের বেশি হলো। এখনও কমলাপুর রেলওয়ে স্টেশনের একটি এলইডি সাইনবোর্ডে দেখা গেছে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্লোগান। বিষয়টি দেখে স্টেশন থাকা যাত্রীরা যেমন অবাক হয়েছেন, তেমনই অবাক স্টেশন তথা রেলওয়ের কর্মকর্তারা। এ ঘটনায় জড়িতদের খুঁজছে স্টেশন কর্তৃপক্ষ।

শনিবার (২৬ অক্টোবর) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনের বাইরে পথের স্ক্রিনে এই স্লোগান প্রচারিত হয়েছে।

যাত্রীদের অভিযোগ, ভোর ৫টা ৫৭ মিনিট থেকে সকাল ৯টা ৫১ মিনিট পর্যন্ত ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখাটি স্ক্রিনে প্রদর্শিত হয়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি অবগত হওয়ার পর তা প্রদর্শন বন্ধ করে দেয়।

ভিডিওতে দেখা যায়, স্টেশনের বেইরে পথের গেটের ওপরে থাকা ডিজিটাল স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা ভাসছে। এখানে সাধারণত ‘ধন্যবাদ’, ‘স্বাগতম’ বা যাত্রীদের সচেতনতামূলক বিভিন্ন বাণী প্রচারিত হয়।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, গত দুই দিন ধরে ট্রেন বিলম্বে ছাড়ছে। আমরা এসব সমস্যা সমাধানে কাজ করছি। এরই মধ্যে এমন একটা ঘটনার তথ্য জানতে পারি। পরে ডিজিটাল স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ বন্ধ করে দেয়া হয়।

আর ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com