শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন,সব ধরণের সিন্ডিকেট ভাঙতে কাজ করছে সরকার। এটি চিরতরে নির্মুলে বিশেষ কৃষি বাজার তৈরির বিষয়ে চিন্তাভাবনা চলছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
শ্রম উপদেষ্টা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগিতি নিয়ে সরকার কাজ করছে। বন্যাসব সাম্প্রতিক নানা কারণে দ্রব্যমূল্য বাড়ছে। তবে পণ্যের দাম কমানো সরকারের বিশেষ প্রাধান্যের মধ্যে রয়েছে। সরাসরি কৃষক বা উৎপাদক থেকে যারা মানুষের কাছে পণ্য পৌঁছে দেবেন তাদের সরকার সহযোগিতা করবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, টিসিবির এই কার্যক্রম আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। কেউ অস্বাভাবিকভাবে পণ্যের দাম বাড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ সময় বাজার সিন্ডিকেট নিয়ে জনগণকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।