শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সান্তাহারে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত আদমদীঘিতে মাদক সেবনের অপরাধে ছয় মাদকসেবীর জেল-জরিমানা দুপচাঁচিয়ায় পারভিন সমাজ কল্যাণ সংস্থা সদস্যদের কোটি টাকা নিয়ে উধাও ১৫ জানুয়ারির মধ্যে প্রকাশ হচ্ছে না গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে : প্রেস সচিব ফুলবাড়ী দাদুল কমিউনিটি ক্লিনিক ৩ মাস যাবৎ বন্ধ, ভোগান্তিতে এলাকাবাসী ভারতে মন্দিরের টিকিট সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু মেক্সিকোতে ভাঙা হলো নেতানিয়াহুর মোমের মূর্তি চীনে এমপক্স ভাইরাসের নতুন স্ট্রেন শনাক্ত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মধ্যপ্রাচ্য পরিস্থিতি: ট্রাম্প

সচিবালয়ে বিক্ষোভ: ২৬ এইচএসসি পরীক্ষার্থীদের বিরুদ্ধে মামলা

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৩৩
সচিবালয়ে বিক্ষোভ: ২৬ এইচএসসি পরীক্ষার্থীদের বিরুদ্ধে মামলা
সচিবালয়ে বিক্ষোভ: ২৬ এইচএসসি পরীক্ষার্থীদের বিরুদ্ধে মামলা

এইচএসসি ও সমমান পরীক্ষায় অনুত্তীর্ণরা ফল বাতিল করে পুনরায় ফল তৈরি ও প্রকাশের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভের ঘটনায় আটক শিক্ষার্থীদের মধ্যে ২৬ এইচএসসি পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে তাদের আদালতে তোলা হবে জানা গেছে।

এদিকে, আটক অপর ২৮ শিক্ষার্থীকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে শাহবাগ থানা পুলিশ।

গতকাল বুধবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনরায় প্রকাশের দাবিতে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়েন। একপর্যায়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের লাঠিপেটা করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় তাড়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষার্থীরা। তাদের মধ্যে কিছু শিক্ষার্থী সচিবালয়ের ভেতরে আটকা পড়েন। পরে তাদেরকে আটক করে পুলিশের প্রিজনভ্যানে তোলা হয়।

সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস, মুগ্ধের বাংলায়- বৈষম্যের ঠাঁই নাই, তুমি কে আমি কে ছাত্র-ছাত্র; আপোষ না সংগ্রাম-সংগ্রাম-সংগ্রাম ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা।

তখন আন্দোলরত শিক্ষার্থীদের স্লোগান বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান সচিবালয়ে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

একাধিক শিক্ষার্থী জানান, আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। বোর্ড থেকে কাউকে ভালো ফলাফল দেয়া হয়েছে আর কাউকে কম। অথচ আমরা ভালো লিখেছি। আমরা চাই দ্রুত সময়ে এই ফলাফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com