এইচএসসি ও সমমান পরীক্ষায় অনুত্তীর্ণরা ফল বাতিল করে পুনরায় ফল তৈরি ও প্রকাশের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভের ঘটনায় আটক শিক্ষার্থীদের মধ্যে ২৬ এইচএসসি পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে তাদের আদালতে তোলা হবে জানা গেছে।
এদিকে, আটক অপর ২৮ শিক্ষার্থীকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে শাহবাগ থানা পুলিশ।
গতকাল বুধবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনরায় প্রকাশের দাবিতে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়েন। একপর্যায়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের লাঠিপেটা করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় তাড়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষার্থীরা। তাদের মধ্যে কিছু শিক্ষার্থী সচিবালয়ের ভেতরে আটকা পড়েন। পরে তাদেরকে আটক করে পুলিশের প্রিজনভ্যানে তোলা হয়।
সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস, মুগ্ধের বাংলায়- বৈষম্যের ঠাঁই নাই, তুমি কে আমি কে ছাত্র-ছাত্র; আপোষ না সংগ্রাম-সংগ্রাম-সংগ্রাম ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা।
তখন আন্দোলরত শিক্ষার্থীদের স্লোগান বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান সচিবালয়ে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
একাধিক শিক্ষার্থী জানান, আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। বোর্ড থেকে কাউকে ভালো ফলাফল দেয়া হয়েছে আর কাউকে কম। অথচ আমরা ভালো লিখেছি। আমরা চাই দ্রুত সময়ে এই ফলাফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক।