শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন

গ্রেফতার সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৩৪
গ্রেফতার সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল
গ্রেফতার সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।’

সংশ্লিষ্ট সূত্র তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান ঢাকা গণমাধ্যমকে বলেন, সিএমপির সহযোগীতায় বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম থেকে মোস্তফা কামালকে গ্রেপ্তার করা হয়। তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

মোস্তফা কামালের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা আছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে তা জানাতে পারেননি এ কর্মকর্তা।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com