মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
দিনাজপুরের ফুলবাড়ীতে ১০ থেকে ১৪ বছর বয়সী ছাত্রীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকার পরিচয় ও ক্যান্সার নিমুলে সকল ছাত্রীদের এইচপিভি টিকা গ্রহনে সচেতনতা বৃদ্ধি বিষয়ক আলোচনা অনুষ্টিত হয়েছে।
গত (২৩ অক্টোবর) বুধবার দুপুর ১২টায় ফুলবাড়ী পৌরসভার হলরুমে এইচপিভি টিকার পরিচয় ও ক্যান্সার নিমুলে সকল ছাত্রীদের এইচপিভি টিকা গ্রহনে সচেতনতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মীর মো. আল কামাহ তমাল। এসময় ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা আলহাজ¦ লুৎফুল হুদা চৌধুরী লিমন, পৌর প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও পৌর প্রশাসকের প্রতিনিধি আতিউর রহমান। যুব উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও পৌর প্রশাসকের প্রতিনিধি মেজবাউর রহমান মেজবাসহ সকল বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা,পৌরসভার সকল কর্মকর্তা,কর্মচারী,প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি মীর মো. আল কামাহ তমাল এইচপিভি টিকা যাতে উপজেলার সকল ছাত্রী সময় মতো পায় সেই দিকটা সকলকে দেখে জন্য শিক্ষকদের ভুমিকা রাখার নির্দেশ প্রদান করেন।