পীরগঞ্জ প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা করণ অভিযান বিষয়ে সেমিনার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই কর্মশালা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বার, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'র আর এম ও ডাঃ আব্দুর রহমান সোহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'র মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ আলমগীর প্রমুখ।
আগামী ২৪ অক্টোবর থেকে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যায়নরত ছাত্রী অথবা ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠানের কিশোরীদের এই টিকার আওতায় আসবে।
এসময় শিক্ষক,শিক্ষিকা, পৌর কর্মচারী, সরকারি কর্মচারী, জনপ্রতিনিধি, ইমাম, পুরোহিত, খ্রীষ্টিয় পালক ও ধর্ম নেতারা উপস্থিত ছিলেন।
বিষ্ণুপদ রায়
পীরগঞ্জ,ঠাকুরগাঁও
০১৭১৮৬৬৪৭০৫