আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সান্তাহারে ২০০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী রহিমা বেগম (৫০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার সান্তাহার নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। রহিমা বেগম সান্তাহার শহরের চা-বাগান মহল্লার নজরুল ইসলাম নজুর স্ত্রী ।
এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন জানায়, রহিমা বেগম দীর্ঘ দিন ধরে সান্তাহার শহরে মাদক বিক্রি করছে এমন সংবাদ পেয়ে নতুন বাজার এলাকায় অভিযান চালায়। গতকাল মঙ্গলবার সকাল ৮ সময় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রহিমা বেগমকে ২০০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করি। গ্রেফতারকৃত রহিমা বেগমকে মঙ্গলবার দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।