দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই দুপচাঁচিয়া উপজেলা শাখার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হযে়ছে। ২২শে অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা চত্বর থেকে এক র্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এ উপলক্ষে নবরত্ন সংঘের কার্যালয়ে নিরাপদ সড়ক চাই দুপচাঁচিয়া উপজেলা শাখার সভাপতি আফজাল হোসেন নয়নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌফিক আলমের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন মফিক। আমন্ত্রিত অতিথি বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, নিরাপদ সড়ক চাই এর উপদেষ্টা সাংবাদিক গোলাম ফারুক, প্রধান শিক্ষক আবুল বাশার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব গাজীউর রহমান গাজী, নবরত্ন সংঘের সভাপতি আলহাজ্ব আজিজুল হক, এনজিও সোভার পরিচালক আনায়ারুল আজাদ লিটন, বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি আব্দুস সালাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকতারুজ্জামান কনক প্রমুখ। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, নিরাপদ সড়ক চাই এর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।