মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আগৈলঝাড়ায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীর মৃত্যু। জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় দুপচাঁচিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাহিত্য প্রেমী ও দক্ষ সংগঠক সিরাজুল হক মন্টুর গল্প নন্দীগ্রামে চালককে মারপিট করে ইজিবাইক ছিনতাই সান্তাহার প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান বাগেরহাটে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

শিক্ষকদের অনুপস্থিতির কারনে উত্তর লক্ষিপুর কলেজের সবাই ফেল।

হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) 
  • আপডেট টাইম শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৫৩

মো.হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
দিনাজপুরের ফুলবাড়ী উত্তর লক্ষিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে পর পর দুই বছর এইচএসসি পরিক্ষায় কোন শিক্ষার্থী পাশ করতে পারন নাই। এতে জেলা ও উপজেলার আলোচনা ও সমালচনার কারন হয়ে দাড়িয়েছে কলেজটি।

ফুলবাড়ী উপজেলার ৫নং ইউনিয়নের লক্ষিপুর বাজারে অবস্থিত উত্তর লক্ষিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। বিদ্যালয় ও কলেজের ক্যাম্পাস বেশ গোছানো, বিদ্যালয় ও কলেজের ভবনে ক্লাস রুম আছে একাধিক। ১৯৬৮ সালে স্থাপিত হওয়া বিদ্যালয়টির ক্যাম্পাসে বিভিন্ন জাতের গাছ লাগানো রয়েছে। সেই গাছের ছায়ায় মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে। এতো মনোরম পরিবেশ থাকা স্বত্বেও ৫৮ বছর বয়সে এসে এই বিদ্যালয় ও কলেজটি দিনাজপুর জেলার লজ্জার কারন হয়ে দাড়িয়েছে। বিগত বছরে এই কলেজ থেকে কেউ এইচএসসি পাশ করেনি । ২০২৪  সাল এবছরও তিনজন শিক্ষার্থী এইচ এস এসি পরিক্ষায় অংশগ্রহন করেন। কিন্তু তারা কেউ পাাশ করতে পারেনি । ফলে জেলার বিভিন্ন উপজেলার মানুষের কাছে বিদ্যালয় ও কলেজটি  এখন হাসির পাত্র হয়ে দাড়িছে।

কেন এমন হলো বিষয়টি নিয়ে স্থানীয়দের সাথে কথা বললে তারা বলেন, এই কলেজ অনুমোদন পাওয়ার পর থেকে এখন পর্যন্ত এমপিও ভুক্ত না হওয়ায় কলেজে শিক্ষকদের অনাগ্রহ তৈরী হয়েছে। যার কারনে তারা কলেজে নিয়মিতভাবে আসন না। এই কলেজে শিক্ষার্থীরা ভর্তি হতেও চান না। যদি এমপিও হয় তাহলে সব ঠিক হয়ে যাবে বলে আমরা মনে করি।

এদিকে সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার মন্ডল অভিযোগ করেন বলেন যে, বিগত আওয়ামীলীগের আমলে তৎকালিন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এই বিদ্যালয়ের  সভাপতি হিসাবে দ্বায়িত্বে ছিলেন অথচ তিনি কলেজটি এমপিও ভুক্ত করেন নাই। আমি বর্তমান শিক্ষা উপদেষ্ঠার দৃষ্টি আকর্ষন করে অনুরোধ করছি যেন,কলজেটিকে দ্রুত এমপিও ভুক্ত করা হয়।

এবিষয়ে কলেজের অধ্যক্ষ, মোঃ মাসুদুর রহমানের সাথে কথা বলার চেষ্টা করা হলে তিনি কোন কথা বলতে অস্বীকৃতি জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com