এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি|| বাগেরহাটে জেলা প্রশাসকের সাথে চিতলমারী উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, গন্যমান্য ব্যাক্তি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা অডিটরিয়মে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান এর সাথে চিতলমারীর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, গণ্যমান্য ব্যাক্তি, ও চিতলমারীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহন করেন। জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান শিক্ষার অগ্রগতিসহ বাগেরহাটের উন্নয়নে সাংবাদিকদসহ সকলের সহযোগীতা কামনা করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা বিএনপির আহবায়ক মমিনুল হক টুলু বিশ্বাস, উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওঃ মনিরুজ্জামান,অধ্যক্ষ কাজী মিজানুর রহমান,জাতীয় পার্টির সভাপতি স,ম, গোলাম সোয়ার, শিক্ষক সমিতির সভাপতি মুকুল কিশোর রায়, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সোহেব হোসেন গাজী, বীর মুক্তি যোদ্ধা আবুতালেব শেখ,দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কামরুজ্জামান পিকলু,চিতলমারীর অন্তরালের সম্পাদক এরকরামুল হক মুন্সি, উপজেলা প্রেসক্রাবের সভাপতি এস,এস সাগর, বাংলাদেশ ইসলামী আন্দোলনের সভাপিতি আবুল কালাম কাউম,বাংলাদেশ খেলাফত মসলিসের সভাপতি মুফতি জিহাদ সিরাজ, চিতলমারী আলিয়া মাদ্রসার সুপার মাওঃ ইদ্রিসুর রহমান,রহমতপুর কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক জিএম আবদুস সালাম প্রমুখ।