দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ৷ সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে গত ১১ অক্টোবর শুক্রবার রাতে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর এলাকার বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার। পরিদর্শনকালে তিনি পূজা মন্ডপ কতর্ৃপক্ষ ও আগত দর্শনাথর্ীদের সঙ্গে কুশল বিনিময় করেন। সেই সঙ্গে তিনি পৌর এলাকার তিনটি সর্বজনীন দুর্গাপূজা মন্ডপ কতর্ৃপক্ষের নিকট তাঁর ব্যক্তিগত তহবিল হতে আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন তালোড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র সৈয়দ আবু হাসান আজাদ, সাবেক পৌর কাউন্সিলর শাহিনুর ইসলাম শাহিন, আমিনুর ইসলাম, হাসেম প্রামানিক, তানভির আহম্মেদ ফেরদৌস প্রমুখ।