পীরগঞ্জ প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার শারদীয় দূর্গাপূজা মন্ডব পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
বৃহস্পতিবার রাতে পীরগঞ্জ কেন্দ্রীয় মন্দির সহ উপজেলার বিভিন্ন দূর্গাপূজার মন্ডব পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার রমিজ আলম, দিনাজপুর ৪২ বিজিবি সহকারী পরিচালক মাহাফুজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) এন, এম, ইশফাকুল কবীর, এক্সিকিউটভ ম্যাজিস্ট্রেট নাঈম আশরাফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা পূজা উদযাপন ঐক্য পরিষদের সভাপতি গোপাল চন্দ্র রায় ও সম্পাদক প্রফুল্ল শীল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি বিষ্ণুপদ রায়, পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, ছাত্র সমন্বয়ক সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন কালে পূজায় ডিউটিরত মোতায়েনকৃত অফিসার ফোর্সের ডিউটি তদারকী ও পূজা পন্ডপ সমূহের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের শেষে তিনি প্রতিটি পূজা মন্ডবের পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন