এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি|| বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান এর সাথে উপজেলা প্রশাসন, শিক্ষক ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুৃধবার (৯ অক্টোবর) বিকাল ৩ টায় রামপাল উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে প্রশাসনের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় করেন। এ সময় প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের বক্তব্য শোনেন জেলা প্রশাসক। চলমান প্রকল্পের অগ্রগতির বিষয়ে কথা বলেন এবং সরকারের নির্দেশনা বাস্তবায়নের উপর জোর দেন তিনি। এ সময় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিকাল ৪ টায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে ও মতবিনিময় করেন। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এ দিন বিকাল সাড়ে ৪ টায় জেলা প্রশাসক উপজেলার কর্মরত সকল সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। এসময় তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। এ সময় বক্তব্য দেন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহসভাপতি মল্লিক মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক এ, এইচ নান্টু, সদস্য তুহিন মোল্লা প্রমুখ।#