এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি|| বাগেরহাটে শিরোখালী বেতখালী নাটইখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোয়েবুল ইসলামের অপসারনের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসি।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে বিদ্যালয়ের সামনে তার বিরুদ্ধে অর্থআত্মসাৎ, জালিয়াতি ও দূর্নীতির অভিযোগ তুলে এই মানববন্ধন করা হয়। এসময় তাকে অপসারনের দাবীতে বিভিন্ন শ্লোগান দেয়া হয়।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, প্রাক্তন শিক্ষক মশিউর রহমান মোল্লা, এমরান সেখ, কামরুজ্জামান, হাফিজ শিকদার প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষক নিয়োগসহ বিভিন্ন খাত থেকে এই প্রধান শিক্ষক অর্থ আত্মসাৎ করেছেন। নানা অনিয়মের মাধ্যমে শিক্ষার পরিবেশ নস্ট করে ফেলেছেন। তাই শিক্ষার্থীরা এই বিদ্যালয় থেকে বিভিন্ন বিদ্যালয়ে চলে যাচ্ছে। তারা দ্রæত সময়ে প্রধান শিক্ষক সোয়েবুল ইসলামকে অপসারন করে এই বিদ্যালয়টি রক্ষার দাবী জানান।
পরে তারা রাস্তায় একটি বিক্ষোভ মিছিল বের করে।