প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ১০:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৪, ৫:৪৬ অপরাহ্ণ
রামপালে পুজা মন্ডব পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান
এনামুল হক, মোংলা৷ বাগেরহাটের রামপালে বিভিন্ন পুজা মন্ডব পরিদর্শন ও হিন্দু সম্প্রায়ের সাথে মতবিনিময় করেছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষনা সম্পাদক মোঃ শামিমুর রহমান শামিম। মঙ্গলবার(৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত বিএনপির নেতা কর্মিদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন তিনি। পরে দুপুরে উপজেলার গিলাতলা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন পুজা মন্ডবে হিন্দু সম্প্রদায়ের মানুষদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এসময় বিএনপির এ নেতা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের নেতা কর্মিরা সারা বাংলাদেশে হিন্দুধর্মের মানুষদের পাশে রয়েছে। দূর্গা পুজা উৎযাপনে সব সময় তাদের পাশে থাকবে। একই সাথে সব ধর্মের মানুষ মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ বলে তিনি জানান। সভা শেষে তার ব্যাক্তিগত তফবিল থেকে মন্দিরগুলোতে আর্থিক অনুদানের টাকা মন্দির কমিটির হাতে তুলেদেন। এসময় স্থানীয় বিএনপির ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন
Copyright © 2024 ekattorerdesh. All rights reserved.