গাইবান্ধা প্রতিনিধি মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধার খোলাহাটি ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বর মোস্তাক আহম্মদকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বন্দরের সুন্দরগঞ্জ – গাইবান্ধা মিনি মহা সড়কে
৭ অক্টোবর সোমবার বিকালে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সড়কে বিপুল সংখ্যক যানবহন আটকা পরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মোস্তাক আহম্মেদের মা খালেমা বেগম, স্ত্রী মিনারা বেগম, বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে মনিকা আক্তার , জেলা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক, মোস্তাফিজুর রহমান মুকুল, বন্দর মডজিদের সেক্রেটারী, মোঃ তাজুল ইসলাম, শিক্ষক সাদেকুল ইসলাম , মাজেদুর রহমান প্লাবন প্রমুখ।
বক্তারা, অবিলম্বে মোস্তাক আহম্মেদ হত্যাকারীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।