প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ১২:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৪, ৫:৪২ অপরাহ্ণ
আদমদীঘিতে বিদ্যুতস্পর্শে মিস্ত্রীর মৃত্যু
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি বগুড়ার আদমদীঘিতে বিদ্যুত খুঁটি থেকে সংযােগের তার অপসারণ করতে গিয়ে আনিছুর রহমান (৫২) নামর এক বিদ্যুৎ মিস্ত্রি মারাগেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় আদমদীঘি উপজলার উজ্জলতা গ্রামে এ ঘটনা ঘটে।
আনিছুর রহমান উজ্জলতা গ্রামের রজিব উদ্দিনর ছেলে। তিনি গ্রামাঞ্চলর বিভিন্ন বাসা বাড়িতে বিদ্যুতের সংযােগ মেরামতের কাজ করতাে।
জানাযায়, আদমদীঘির উজ্জলতা গ্রামের বিদ্যুতের মিস্ত্রি আনিছুর রহমান মঙ্গলবার সকাল ৯টায় তার গ্রামের জৈনক ব্যক্তির বাড়ির বৈদ্যুতিক সংযােগটি পুরাতন খুঁটি থেকে অপসারণ করা জন্য খুঁটিতে উঠলে বিদ্যুত সংযােগ বিছিন্ন করার সময় খুঁটিতে বিদ্যুতস্পর্শ হয়ে মাটিতে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে আদমদীঘি হাসপাতাল নেয়া হলে কর্তব্য চিকিৎসক আনিছুর রহমানক মৃত ঘােষনা করেন।
এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ মােস্তাফিজুর রহমান জানান।
Copyright © 2024 ekattorerdesh. All rights reserved.