বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এস এম আই উচ্চ বিদ্যালয়ের গাছ কেটে জমি দখলের প্রতিবাদে ট্রেন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত সান্তাহার-নওগাঁ সড়ক অবরোধ ও দুপুর পৌনে একটার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান ট্রেনটি সান্তাহার ষ্টেশনের রেলগেটের নিকট আটকিয়ে রাখে শিক্ষার্থিরা। এতে সড়কে যানজট সৃষ্টি হয়। রেলওয়ে থানা পুলিশ ও রেলকর্তৃপক্ষ শিক্ষার্থীদের সরিয়ে দিলে ২০ মিনিট বিলম্বে ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়।
শিক্ষার্থীদের অভিযোগ, তাদের বিদ্যালয়ে পাশের জনৈক ব্যক্তি বিদ্যালয়ের একটি গাছ জোড়পূর্বক কেটে নিয়ে জায়গা দখল করে রেখেছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়ে কোন প্রতিকার না হওয়ায় তারা সড়ক ও রেল অবরোধ করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা বেগম জানান, শিক্ষার্থীরা নিজেদের ইচ্ছায় এই কর্মসূচী পালন করেছে। পরে খবর পেয়ে দুপচাঁচিয়া ক্যাম্পের সেনা সদস্যরা বিদ্যালয়ে পৌঁছে শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে বৈঠক করে পূজার পর বিষয়টি সমাধান করা হবে বলে সেনাবাহিনী ক্যাপটেন সাকলাইন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা বেগম সাংবাদিকদের জানান।