বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশনায় কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ শামীমুর রহমান শামীম বাগেরহাটের মোংলা ও রামপালের বিভিন্ন পূজা মন্দির এবং মন্ডপ পরিদর্শন করেছেন। শনিবার সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত তিনি মন্দিরগুলো পরিদর্শনের পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদানও তুলে দেন। এছাড়া তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সাথে পৃথক মতবিনিময়ও করেন। এ সময় তিনি বলেন, দেশনায়ক তারেক জিয়ার নির্দেশনায় রয়েছে দুর্গাপূজা যাতে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হয় সেজন্য সকল ধরণের সাহায্য-সহযোগিতাসহ নিরাপত্তার দায়িত্বে থাকবে বিএনপি। এ সময় তার সাথে মোংলা ও রামপালের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। #