প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ১২:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৪, ৯:২৮ অপরাহ্ণ
রাসুল (সাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে মোংলায় বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত
মোঃ এনামুল হক, মোংলা প্রতিনিধি সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কটুক্তি করায় ও তার কটুক্তিতে সমর্থনকারী বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানেরকে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মোংলায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মোংলা শাখার আয়োজনে শুক্রবার জুম্মার নামাজ শেষে পৌর শহরের শাপলা চত্বর এলাকায় এ বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে শতশত মানুষ বিক্ষোভ সহকারে সমাবেশস্থলে জড়ো হন। জাতীয় ওলামা আইম্মা পরিষদ'র মোংলা শাখা সভাপতি মাওলানা তৈয়বুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চালনা বন্দর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা রুহুল আমিন ও বহুমুখী মাদ্রাসায় প্রিন্সিপাল মাওলানা মোজাম্মেল হক কাসেমী। এ সময় বক্তারা ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলের নৃশংসতা এবং গণহত্যার প্রতিবাদ জানান।
Copyright © 2024 ekattorerdesh. All rights reserved.