প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ১১:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৪, ১০:০২ অপরাহ্ণ
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানা এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (১৫) এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩ টা ১৫ মিনিটে সান্তাহার রেলওয়ে থানাধীন নাটোর জেলার মাধনগর রেল স্টেশনের ওভার ব্রিজের সাথে ধাক্কা লেগে ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। এ রিপোট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, শুক্রবার বিকেলে মাধনগর রেলওয়ে স্টেশনের ওভার ব্রিজের সাথে ধাক্কা লেগে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী রংপুর এক্সপ্রেসে ট্রেনে ওই ব্যাক্তির মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করার জন্য পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য খোঁজ খবর নেওয়া হচ্ছে। পরিচয় শনাক্ত হলে পরিবারের নিকট লাশটি হস্তান্তর করা হবে।
Copyright © 2024 ekattorerdesh. All rights reserved.