শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন

ঢাকায় পৌঁছেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৫১
ঢাকায় পৌঁছেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ঢাকায় পৌঁছেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তার সফরে রাজনীতি, অর্থনীতি ও শ্রমবাজার ইস্যু গুরুত্ব বে বলে জানা গেছে।

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথম কোনো দেশের শীর্ষ নেতা হিসেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকা সফরে এসেছেন। তার এই সফরে দুই দেশের রাজনীতি, অর্থনীতি ও শ্রমবাজার ইস্যু গুরুত্ব পাবে বলে জানা গেছে।

জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের পুরোনো বন্ধু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বন্ধুর আমন্ত্রণে তিনি সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই সফরে হয়তো শ্রমবাজার ইস্যুতে কোনো সুখবর দিতে পারেন।

এর আগে বাংলাদেশের পট-পরিবর্তনের পর গত ১৪ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম খুব দ্রুত বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছিলেন। সে সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে ফোন করে এ ইচ্ছা ব্যক্ত করেন।

ঢাকার মালয়েশিয়ার হাইকমিশনের ওয়েবসাইটের তথ্য বলছে, সর্বশেষ ২০১৩ সালের নভেম্বরে সরকারি সফরে ঢাকায় এসেছিলেন মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com