ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দের হাট সীমান্তে দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার পথে দুই মানব পাচারকারীসহ চার বাংলাদেশীকে আটক করেছে বিজিবি।
বুধবার (২ অক্টোবর) ভোরে সীমান্তে ৩৩৩ এর ৩ এস পিলার এলাকায় পশ্চিম ভবানীপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। তারা ভারতে মধ্য গৌরীপুর বিএসএফ ক্যাম্প এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছিল। দুপুরে তাদের পীরগঞ্জ থানায় সোপর্দ্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার রামপুর গ্রামের পবেনের ছেলে নিশিত(৩৫), বিরল উপজেলার কাশিডাঙ্গা গ্রামে মৃত গোপাল মোহন্তের ছেলে রিন্টু মোহন্ত(৪০), পীরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামে মৃত আব্দুল আজিজের ছেলে ওবায়দুর রহমান(৫৫) এবং ইন্দ্রেইল গ্রামের শামসুদ্দিনের ছেলে অবায়দুর(৩৫)।
চান্দের হাট বিজিবি ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার মামুনুর রশিদ জানান, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার পথে সীমান্তে তাদের আটক করা হয়। এদের মধে ওবায়দুর রহমান ও আবায়দুর রহমান মানব পাচারকারী এবং আপর দুই জন সাধারণ নাগরিক। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করেছেন।