শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
দুপচাঁচিয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের দোয়া মাহফিল সান্তাহারে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত আদমদীঘিতে মাদক সেবনের অপরাধে ছয় মাদকসেবীর জেল-জরিমানা দুপচাঁচিয়ায় পারভিন সমাজ কল্যাণ সংস্থা সদস্যদের কোটি টাকা নিয়ে উধাও ১৫ জানুয়ারির মধ্যে প্রকাশ হচ্ছে না গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে : প্রেস সচিব ফুলবাড়ী দাদুল কমিউনিটি ক্লিনিক ৩ মাস যাবৎ বন্ধ, ভোগান্তিতে এলাকাবাসী ভারতে মন্দিরের টিকিট সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু মেক্সিকোতে ভাঙা হলো নেতানিয়াহুর মোমের মূর্তি চীনে এমপক্স ভাইরাসের নতুন স্ট্রেন শনাক্ত

কারামুক্ত হলেন সম্পাদক মাহমুদুর রহমান

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৪৫
কারামুক্ত হলেন সম্পাদক মাহমুদুর রহমান
কারামুক্ত হলেন সম্পাদক মাহমুদুর রহমান

সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে কারাগার থেকে মুক্তই পান তিনি।

এর আগে, বৃহস্পতিবার সকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় জামিন পান তিনি। ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন তার জামিন মঞ্জুর করেন।

মাহমুদুর রহমানের আইনজীবী জানান, মামলায় দেয়া দণ্ডাদেশ চ্যালেঞ্জ করে আদালতে আপিল করেছেন মাহমুদুর রহমান। পাশাপাশি তার জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর এই মামলায় আদালতে আত্মসমর্পন করেন মাহমুদুর রহমান। তখন তার আইনজীবী জামিন আবেদন করেন। এরপর শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

উল্লেখ্য, গত বছরের ১৭ অগাস্ট এই মামলায় মাহমুদুর রহমান, যায়যায়দিনের সাবেক সম্পাদক শফিক রেহমান, জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার সহ সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ ৫ জনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com