প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১, ২০২৫, ৬:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৪, ৯:১৬ অপরাহ্ণ
পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা
পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি : “কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এ প্রতিপাদ্যে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ আলোচনা সভার আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার রসিজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উষা মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি ফেরদৌসী বেগম প্রমূখ। এ সময় সহকারী কমিশনার(ভুমি) ইসফাকুল কবীর, সমাজসেবা কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার জহুরুল হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ বিভিন্ন দপ্তর প্রধান ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সুফলভোগীরা উপস্থিত ছিলেন।
পীরগঞ্জে আইন শৃংখলা বিষয়ক সভা
পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আইন-শৃঙ্খলা, চোরাচালান ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার রসিজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুল ইসলাম, পীরগঞ্জ থানার ওসি(তদন্ত) বিদুৎ কুমার চৌধুরী, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ও গোলাম মোস্তফা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন প্রমূখ।
Copyright © 2025 ekattorerdesh. All rights reserved.