কথা না শুনলে এক মাসের মধ্যে আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, সরকার গঠন করেছি নামাতেও সময় লাগবে না।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ডিআরইউতে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, আমরা কাউকে পরোয়া করি না। ভবিষ্যতেও করবো না। সরকারের মধ্যে সুবিধাভোগীরা ঢুকে গিয়েছে এমনটাই মন্তব্য করেছে ভিপি নুরুল হক নূর।
তিনি আরো বলেন, যারা উপদেষ্টা হয়েছে গত ১৫ বছরে তাদের কন্ট্রিবিউশন কি? ড. মুহাম্মদ ইউনূসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোক সরকার চালাচ্ছে, তাকে নিয়ে আমাদের কিছু বলার নেই। তবে তার আশেপাশে যারা সরকার চালাচ্ছে তাদের নিয়ে কিছু কথা আছে। উপযুক্ত ব্যক্তিরা মানুষের পাশে না থাকায় নৈরাজ্য সৃষ্টি হচ্ছে।
ডাকসুর সাবেক এই ভিপি বলেন, পার্বত্য এলাকা অস্থিতিশীল করেছে ভারত। মাইকেল চাকমার ভাষণে স্পষ্ট দেশদ্রোহীতা রয়েছে। এ সরকার নড়বড়ে হলে এসব নৈরাজ্য দমন করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।