গাইবান্ধার গোবিন্দগঞ্জকে মাদক মুক্ত করার লক্ষ্যে স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার এক মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। গোবিন্দগঞ্জ মাদকবিরোধী আন্দোলন এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে সবশ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ থানার ওসি (তদনত্ম) তারেক রহমান, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির সভাপতি মতিন মোলস্না, ডা: জাফরিন জাহেদ জিতি, সেনাবাহিনীর অব: সার্জন মো. রাশেদ রায়হান, সরকারি কলেজের প্রভাষক রাশেদ মিয়া, শিড়্গক আকমল আকন্দ, মাকসুদ রহমান প্রমুখ। মানববন্ধনে সঞ্চালনা করেন তারেক রহমান। মাদক নির্মুলের শপথ বাক্য পাঠ করারন সাব্বির সুম্মান।
বক্তারা বলেন, এলাকায় মাদকের ভয়াবহ থাবায় প্রতিনিয়ত সমাজের যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তাই মাদকের বিরম্নদ্ধে সকলকে জরম্নরী ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে সমাজ থেকে মাদক নির্মুল করার আহবান জানান। শুধু তাই নয়, আগামী প্রজন্মের ভবিষ্যতের কথা চিনত্মা করে নিরাপদ, সুস’ ও উন্নত সমাজ গড়ে তুলতে যারা মাদকের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে মাদক কারবারীদের গ্রেফতার করে দৃষ্টানত্মমূলক শাসিত্ম ও মাদক নির্মুলের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। বক্তারা আরও বলেন, সমাজ থেকে মাদক নির্মুল করার জন্য শহর, গ্রাম ও ইউনিয়নে মাদক নিয়ন্ত্রন কমিটিও গঠন করা হবে।