শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন

কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৮
কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু
কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। ওই কয়েদির নাম মামুনুর রশিদ (৪৬)।

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর)) সকাল সোয়া ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামুনুরকে হাসপাতালে নিয়ে যাওয়া কারারক্ষী নাজমুল হাসান বলেন, সকালের দিকে কয়েদি মামুনুর হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। এরপর সকাল সোয়া ৯টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মামুনুরকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন,মামুনুরের কয়েদি নম্বর ৪৩৭২/এ। তার বাবার নাম সেলিম ইব্রাহিম।

মামুনুর কোন মামলায় কারাগারে ছিলেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি নাজমুল হাসান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com