প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ১০:০২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৪, ৭:৪৯ অপরাহ্ণ
নন্দীগ্রামে এক ব্যবসায়ীর ৯টি গরু চুরি
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে এক ব্যবসায়ীর গোয়াল ঘর থেকে ৯টি গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে নন্দীগ্রাম শহরের বৈলগ্রামের মৃত হাতেম আলীর ছেলে সোহরাব হোসেন বাবুলের গোয়াল ঘরে এই চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী সোহরাব হোসেন বাবুল বলেন, বুধবার দিবাগত রাত ১টার দিকে সর্বশেষ গরুগুলো দেখার পরে শয়ন ঘরে এসে ঘুমিয়ে পড়ি। বৃহস্পতিবার ভোরে গোয়াল ঘরে গিয়ে দেখি জানালার পাশে দেওয়াল কাটা। এরপর দেখি গোয়াল ঘরে রাখা ৯টি গরু নেই। দীর্ঘদিন ধরে লালনপালন করা গরুরপাল এক রাতেই শেষ হয়ে গেছে। ৯টি গরুর আনুমানিক মূল্য হবে ৮ লাখ টাকা।
নন্দীগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর জুলফিকার আলী বলেন, এই চুরির ঘটনা খুব দুঃখজনক। তাদের সংসারে অনেক বড় ক্ষতি হলো।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। তবে আমরা জানার পর থেকে চুরি হয়ে যাওয়া গরুগুলো উদ্ধারের চেষ্টা করছি।
Copyright © 2024 ekattorerdesh. All rights reserved.