শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন

তিন সমন্বয়ককে বিশ্বমঞ্চে পরিচয় করালেন ড. ইউনূস

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪
তিন সমন্বয়ককে বিশ্বমঞ্চে পরিচয় করালেন ড. ইউনূস
তিন সমন্বয়ককে বিশ্বমঞ্চে পরিচয় করালেন ড. ইউনূস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেপথ্যের কারিগরদের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডারস স্টেজ’ অনুষ্ঠানে বক্তব্যের শেষ দিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজসহ দুই সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এবং নাইম আলীকে ডেকে নিয়ে বিশ্ব নেতাদের সামনে পরিচয় করিয়ে দেন।

এ সময় প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ বিশেষণে পরিচয় করিয়ে দেন।

এ সময় মাহফুজকে সামনে এগিয়ে দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, গণঅভুত্থানের পেছনের কারিগর মাহফুজ। যদিও সেসব সময় বলে, সে একা নয়, আরও অনেকে আছে। তার কথা শুনলে সারা পৃথিবীর যেকোনো তরুণ অনুপ্রাণিত হবে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, তারা যেভাবে কথা বলে এরকম কথা আমি কখনও শুনিনি। তারা নতুন পৃথিবী, নতুন বাংলাদেশ গড়তে প্রস্তুত। প্লিজ আপনারা তাদের সাহায্য করবেন। যেন তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে।

এ সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের হাত ধরে অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, এ স্বপ্ন পূরণে আপনি আমাদের সাথে আছেন।

তিনি আরও বলেন, তাদেরকে দেখতে অন্য তরুণদের মতো মনে হলেও আপনি যখন তাদের কাজ দেখবেন, বক্তব্য শুনবেন আপনি অবাক হবেন। আন্দোলনে তাদের দৃঢ়তা ও কঠোর মনোবল সম্পর্কেও জানান ড. ইউনূস।

উল্লেখ্য, সাধারণ পরিষদের অধিবেশন শেষে আগামী ২৭ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com