মোঃ মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা প্রতিনিধি
সোমবার(২৩ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধা সদর খোলাহাটি ইউনিয়েনের হাসেম বাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্টিত হয়। এলাকাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপি অনুষ্টিত মানববন্ধনে শতাধিক নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে । খোলাহাটি ইউনিয়নের বিএনপির যুগ্ন আহবায়ক ইকবাল বাহারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন , শফিকুল ইসলাম রুবেল ,নূরে তামিম সিদ্দিকী পিটন, আব্দুল হাই ,মোস্তফা কামাল , মোজাইদুল
ইসলামসহ আরো অনেকে। বক্তারা বলেন , এলাকার পরিচিত ক্যাসিনো সম্রাট আরিফুলের জুয়ার জালে জড়িয়ে নিস্ব হয়েছে যুব সমাজসহ নানা শ্রেনী পেশার মানুষ। অনেকে আরিফুলের জুয়ায় নিঃস হয়ে এলাকা ছাড়া হয়েছে । কেউ বা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। কয়েক বছর আগে দিনমজুরের কাজ করা আরিফুল ঋণের দায়ে এলাকা ছেড়ে ঢাকায় যায় ।কিছু দিন পর সেখান থেকে এলাকায় ফিরে চিহ্নিত অনেক নেতার ছত্র ছায়ার আনলাইন ক্যাসিনো জুয়ার ডিলার হিসেবে কারবার শুরু করে ।অল্প দিনে বিপুল সম্পদের মালিক হয়।এলাকায় তার গড়ে তোলা বাহিনীর ভয়ে কেউ কথা বলতে পারে না । কেউ প্রতিবাদ করলে আরিফুল বাহিনীর নিযাতনের শিকার হতে হয়।