শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন

প্রবাসীদের বিমানবন্দরে ভিআইপি সার্ভিস দেয়া হবে : আসিফ নজরুল

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪
প্রবাসীদের বিমানবন্দরে ভিআইপি সার্ভিস দেয়া হবে : আসিফ নজরুল
প্রবাসীদের বিমানবন্দরে ভিআইপি সার্ভিস দেয়া হবে : আসিফ নজরুল

প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, প্রবাসীদের বিমানবন্দরে ভিআইপি সার্ভিস দেয়া হবে। কোনো অবস্থায় হয়রানি বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল।

আসিফ নজরুল বলেন, ১৭ হাজার শ্রমিক মালয়েশিয়া যেতে পারেনি। তাদের টাকা এজেন্সিগুলো ফেরত দেয়ার বিষয়ে অগ্রগতি আছে। মধ্যপ্রাচ্য থেকে যেসব প্রবাসী দেশে আসবে, বিমানবন্দরে তাদের ভিআইপি মর্যাদা দেয়া হবে। তাদের কোনো রকম ভোগান্তি বা হয়রানি করা হলে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে।

তিনি বলেন, প্রবাসী কর্মীদের বিদেশে পাঠানোর সময় অনেক ভোগান্তি হয়, অনেক সময় লাগে। তদন্ত করে দেখেছি, প্রবাসীরা বিদেশ যেতে চাইলে তিন স্তরে অনুমোদন লাগে। একটা কনসার্ন দূতাবাসের, তারপর মন্ত্রণালয়ের এবং শেষে বিএমইটির। এখন থেকে মন্ত্রণালয় আর কোনো ভূমিকা পালন করবে না। দুই জায়গায় অনুমোদন নিতে হবে।

প্রবাসী উপদেষ্টা বলেন, তিন জায়গার পরিবর্তে যদি দুই জায়গার অনুমোদন লাগে, তাহলে প্রবাসীদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে ভোগান্তি অনেক কমবে। বিদেশযাত্রার প্রক্রিয়ায় ১৫ থেকে ৩০ দিন সময় কমে যাবে। যাওয়ার প্রস্তুতির সময় যদি আগে তিন মাস লাগত এখন আমরা আশা করি, দুই থেকে আড়াই মাস লাগবে। আমরা চেষ্টা করব এক মাস কমানোর জন্য। আপনাদের নিশ্চিত করছি, মন্ত্রণালয়ের অনুমোদনের আর দরকার পড়বে না।

এই উপদেষ্টা আরও বলেন, মালয়েশিয়া শ্রমবাজারে জট নিরসনে অন্তর্বর্তী সরকারের সহযোগিতা করবে। আগামি দুই-তিন মাসের মধ্যে শ্রমবাজার নিয়ে সুখবর দেয়া যাবে বলে জানান তিনি।

আসিফ নজরুল আরও বলেন, নতুন নতুন শ্রমবাজার সম্প্রসারণের জন্য কাজ চলমান রয়েছে। তিনি যোগ করেন, দেশে ছাত্র-জনতার আন্দোলনের সমর্থনে বিদেশে মিছিল করতে গিয়ে যে ৮৭ প্রবাসী কারাভোগ করে দেশে ফিরেছেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

উপদেষ্টা আরও জানান, প্রবাসীদের ১২টি বাণিজ্যিক ব্যাংক ঋণ দেবে। সোনালী-অগ্রণী ব্যাংকের শাখায় প্রবাসী ব্যাংকের বুথ খোলার প্রস্তাব দেয়া হয়েছে। এতে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে বলে জানান তিনি।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com