মোঃ মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুরে একটি প্রাইভেটকার থেকে ৩৮৭ বোতল ফেন্সিডিজব্দ করেছে র্যাব ১৩, সিপিসি ৩, একইসঙ্গে মুক্তা আক্তার পাখি (২২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
গ্রেফতার মাদক কারবারি মুক্তা আক্তার পাখি লালমনিহাট হাতীবান্ধা উপজেলার পশ্চিম সারাডুবি গ্রামের রিপন ইসলামের স্ত্রী
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ( ২৩সেপ্টেম্বর)রাতে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় সাদুল্লাপুর উপজেলার ঝাউলার বাজার সামনে রাস্তার ওপর একটি প্রাইভেটকারে তল্লাশি করা হয়। এতে ৩৮৭ বোতল ফেন্সিডিল সহ প্রাইভেটকারটি জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত মাদক কারবারিদের গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। ধৃত আসামিদের থানায় হস্তান্তর করা হয়।