শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:০০ অপরাহ্ন

নিউ ইয়র্কে ইউনূস-মোদির বৈঠক না হওয়ার কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬
নিউ ইয়র্কে ইউনূস-মোদির বৈঠক না হওয়ার কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
নিউ ইয়র্কে ইউনূস-মোদির বৈঠক না হওয়ার কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে প্রধান উপদেষ্টার যোগদান উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, নিউইয়র্কে ড. ইউনূস-মোদি দু’জনের উপস্থিতি একসঙ্গে হচ্ছে না। মোদি একটু আগে চলে আসবেন, আমাদের প্রধান উপদেষ্টা একটু দেরিতে যাচ্ছেন। কাজেই সেখানে দুজনের দেখা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

প্রশ্ন করা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকারের দায়িত্বশীলদের কথা ও অবস্থানের কারণেই কি দেখা দেখা বা সাক্ষাৎ হচ্ছে না? জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদেরও তো তাদের অনেক কথা পছন্দ না-ও হতে পারে। কাজেই আমাদের কথা উনার পছন্দ হলো না, উনার কথা আমাদের পছন্দ হলো না, এটা নিয়ে খুব একটা বিচলিত হওয়ার কিছু নেই। এমন তো না, বাংলাদেশ দূরে কোথাও চলে যাচ্ছে বা ভারত বাংলাদেশের প্রতিবেশী হিসেবে থাকবে না। প্রতিবেশী যেহেতু পরিবর্তন হয় না, কাজেই কথা তাদের পছন্দ হোক বা না হোক… ভারতের উচ্চপর্যায় থেকেও কিন্তু অগ্রহণযোগ্য কথাবার্তা হয়েছে। আমার মনে হয়, এসব খুব একটা গুরুত্ব দিয়ে বিবেচনা না করাই উচিত। এ কারণে দেখা হচ্ছে না বা উনি দেখা করবেন না আমার তা মনে হয় না।

তিনি বলেন, আসলে ওভারল্যাপ করছে না, সেজন্য দেখা করা কঠিন। এটাকেই আমরা ধরে নিচ্ছি। বলেন, ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনের সমাধান চায় বাংলাদেশ; তবে সেটা হতে হবে সমমর্যাদার ভিত্তিতে।
তৌহিদ হোসেন বলেন, আমাদের দ্বিপাক্ষিক বিষয় অনেক আছে। সেগুলো নিয়ে আলাপ-আলোচনা হতেই হবে। সেগুলো বজায় রাখতেই হবে। এখানে ভারতের কোনো অপশন নেই, আমাদেরও কোনো অপশন নেই।

জাতিসংঘ অধিবেশনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে পররাষ্ট্র উপদেষ্টার। ২৩ সেপ্টেম্বর নিউইয়র্ক যাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদে বক্তৃতা করবেন তিনি। সেখানে প্রাধান্য পাবে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও শান্তিপ্রতিষ্ঠা। এছাড়া, সাইড লাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে ড. ইউনূসের বৈঠক হওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, নেদারল্যান্ড, পাকিস্তান ও নেপালের প্রধানমন্ত্রীর সাথে সাইডলাইনে বৈঠক হবে প্রধান উপদেষ্টার। এছাড়া প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘ বৈঠকের ফাঁকে সাক্ষাৎ করবেন সংস্থাটির মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ্যান্টনি ব্লিঙ্কেন।

তিনি জানান, নিরাপত্তা ও গণমাধ্যমসহ ৫৭ জনের প্রতিনিধি দল নিয়ে জাতিসংঘ সম্মেলনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ব্যয় সংকোচন ও অপচয় কমানোর জন্যই ছোট প্রতিনিধি দল নেয়া হচ্ছে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com