ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় লেবাননের রাজধানী বৈরুতে বিশ্বের সবচেয়ে বড় সশস্ত্র মুসলিম রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর অন্যতম শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিলসহ ১৪ জন নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এবং হিজবুল্লাহ (আইডিএফ)— উভয়ই পৃথক বিবৃতিতে আকিলের নিহতের সত্যতা স্বীকার করেছে।
লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার দক্ষিণ বৈরুতের জামাস স্ট্রিটের একটি ভবনে এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে।
সংস্থাটি বলেছে, একটি এফ-৩৫ জেট জামাস স্ট্রিটের আবাসিক এলাকায় দুইবার হামলা চালায়।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, এ হামলায় হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান ফোর্সের কমান্ডার ইব্রাহিম আকিলসহ বেশ কয়েকজন যোদ্ধা নিহত হয়েছেন।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, এই হামলা যুদ্ধের একটি নতুন পর্বের অংশ। আমরা আমাদের নাগরিকদের রক্ষা করার জন্য শত্রুদের বিরুদ্ধে হামলা চালিয়ে যাবো, এমনকি বৈরুতের দাহিয়াতেও।
এক সংক্ষিপ্ত বিবৃতিতে মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইলের লক্ষ্য পরিষ্কার এবং আমরা সেদিকেই এগিয়ে যাবো।
হিজবুল্লাহ শনিবার সকালে ইব্রাহিম আকিলের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে, তবে তার মৃত্যুর ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।
লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, এই হামলা আবারও প্রমাণ করলো যে দখলদার ইসরাইলি কোনো মানবিক, আইনি বা নৈতিক বিবেচনাকে গুরুত্ব দেয় না।
এর আগে লেবাননজুড়ে একযোগে পেজার বিস্ফোরণে বহু হতাহতের রেশ কাটতে না কাটতেই একদিনের মাথায় বুধবার দেশটিতে একযোগে ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব হামলায় অন্তত ৩০ জন নিহত ও কয়েক হাজার মানুষ আহত হয়েছেন।
এসব বিস্ফোরণের পরিকল্পনা কয়েকমাস আগে থেকেই করা হয়েছিলো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে হিজবুল্লাহ ও লেবাননের একাধিক সূত্র জানিয়েছে।