চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন,আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী সপ্তাহের শুরুর দিকে নিয়োগের হবে বলে প্রত্যাশা করা যাচ্ছে।
তিনি আরও বলেন, ১০ জন নিয়োগ হওয়ায় গতি পাবে যেসব অভিযোগ আছে তার তদন্তের। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হত্যার ঘটনায় সারা দেশে হওয়া সব মামলা ট্রাইব্যুনালে আনা হবে। এখন পর্যন্ত অভিযোগ জমা পড়েছে ২৮টি।
এদিকে ১৮ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১০ সদস্যের তদন্ত সংস্থা গঠন করেছে সরকার। এতে কো-অর্ডিনেটর করা হয়েছে সাবেক অ্যাডিশনাল ডিআইজি মাজহারুল হককে।
এতে বলা হয়েছে, কো-অর্ডিনেটর পদে অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল ডিআইজি মো. মাজহারুল হক এবং কো-কোঅর্ডিনেটর পদে অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মুহম্মদ শহিদুল্যাহ চৌধুরীকে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো।
তদন্ত সংস্থার অন্যরা হলেন-অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর, পিবিআই হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মোহা. মনিরুল ইসলাম, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার মো. জানে আলম খান, ঢাকা ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের সহকারী পুলিশ সুপার সৈয়দ আব্দুর রউফ, সিআইডির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ইউনুছ, রাজশাহীর চারঘাট মডেল থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মাসুদ পারভেজ, রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ আলমগীর সরকার, সিআইডি ঢাকা মেট্রো (উত্তর) শাখার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মশিউর রহমান।