বগুড়ার সান্তাহার পৌর শহরের চা-বাগান মহল্লার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আলিমউদ্দিনের হঠাৎ অসুস্থ হয়ে তার মেয়ে বাড়ি নওগাঁর ইলশাবাড়ি গ্রামে গতকাল সোমবার বিকেল ৩টায় ইন্তেকাল করেছেন। (ইন্নলিল্লাহি……..রাজিউন)।
তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ নাতি,নাতনীসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেলেন।
মঙ্গলবার সকাল ১০টায় ওয়াকশর্প জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা আদমদীঘি সহকারী কমিশনার (ভুমি) রাকিব হোসেন চৌধুরির নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়। জানাজা শেষে খাড়ির ব্রীজ সংলগ্ন মুক্তিযোদ্ধা কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। তার নামাজের জানাজায় বীর মুক্তিযোদ্ধা আবির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোরশেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আসাবউদ্দিনসহ বহু সংখ্যক মুসল্লি অংশ গ্রহন করেন।