দুপচাঁচিয়া উপজেলায় লটারীর মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নির্বাচিত করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ( ১৭সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ লটারী অনুষ্ঠিত হয়।
লটারীর মাধ্যমে দুপচাঁচিয়া সদর ইউনিয়নের ইসলামপুর বাজার বিক্রয় কেন্দ্রের আব্দুর রশিদ প্রামানিক, বাজারদীঘি বাজার বিক্রয় কেন্দ্রের আব্দুল হান্নান প্রামানিক, চামরুল ইউনিয়নের পোথাট্টি বাজার বিক্রয় কেন্দ্রের শাহীনুর রহমান, জিয়ানগর ইউনিয়নের জিয়ানগর বাজার বিক্রয় কেন্দ্রের বিপ্লব হোসেন, ছোট নিলাহালী বাজার বিক্রয় কেন্দ্রের আবু তালেব, গুনাহার ইউনিয়নের গুনাহার বাজার বিক্রয় কেন্দ্রের রুহুল আমিন, তালুচ বাজার বিক্রয় কেন্দ্রের তানজিল হোসেন, গোবিন্দপুর ইউনিয়নের সাহারপুকুর বাজার বিক্রয় কেন্দ্রের আলেফ উদ্দিন ও চৌমুহনী বাজার বিক্রয় কেন্দ্রের রেজাউল করিম ডিলার হিসাবে নির্বাচিত হয়েছে। অপরদিকে তালোড়া ইউনিয়নের দু’টি বিক্রয় কেন্দ্রের জন্য দুইজন আবেদন করায় লটারী ছাড়াই ওই দুইজনকে ডিলার হিসাবে নির্বাচিত করা হয়েছে। তাঁরা হলেন কইল বাজার বিক্রয় কেন্দ্রের সাইফুল ইসলাম প্রামানিক ও দেবখন্ড বাজার বিক্রয় কেন্দ্রের মাহাবুবুর রহমান সুমন।
এসময় উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, মেহেরুল ইসলাম, সাখাওয়াত হোসেন মল্লিক, খাদ্যবান্ধব কমিটির সদস্য উপজেলা কৃষি অফিসার সাজেদুল আলম, উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজ শাহ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার খালেদা ইয়াছমিন, খাদ্য পরিদর্শক কৃষ্ণপদ বর্মন, সিহাব উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অরবিন্দ কুমার দাস উপস্থিত ছিলেন। লটারী সময় ডিলার হিসাবে আবেদনকারী ও তাদের অনুপস্থিতিতে তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এ উপজেলায় ৬টি ইউনিয়নে ১১টি বিক্রয় কেন্দ্রের জন্য ৩৯জন আবেদনকারীর মধ্যে যাচাই-বাছাই শেষে ৩০জনকে প্রাথমিকভাবে বিবেচিত করা হয়। এর মধ্যে তালোড়া ইউনিয়নের ২জন ছাড়া বাঁকী ২৮জনের মধ্যে লটারীর মাধ্যমে ৯জনকে নির্বাচিত করা হয়।