ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে অধিকার এবং অধিকার ভিত্তিক পদ্ধতির উপর সক্ষমতা বৃদ্ধি বিষয়ে দুই দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) প্লান ইন্টারন্যাশনাল, আর্টিকেল নাইন্টিন এর সহযোগিতায় ও আইপজিটিভ এর আয়োজনে দোয়া কমিউনিটি সেন্টারে এই কর্মশালা’র সমাপনি হয়।
কর্মশালায় প্রশিক্ষন প্রদান করেন আর্টিকেল নাইন্টিন সংস্থার সিনিয়র প্রোগ্রাম অফিসার মরিয়ম শেলি, এসএ টিভি জেলা প্রতিনিধি মোস্তাফিজ মিলু, আইপজিটিভ প্রতিষ্ঠা শফিক পারভেজ পরাগ।
এসময় উপস্থিত সংগঠনের প্রতিষ্ঠা সদস্য হাফিজ উদ্দীন, আইপজিটিভ সহ-সভাপতি মেজবাউর রহমান মুন্না,সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ সহ আরো অনেকে।
দুই দিনব্যাপী কর্মশালায় ভিডিও স্লাইটের মাধ্যমে তরুনদের অধিকার ও দায়িত্ব সম্প্রের্কে বিষদ আলোচনা করা হয়।