লোহাগাড়া(চট্টগ্রাম) সংবাদদাত
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি মীরেরখিল মেম্বারপাড়ার রেললাইন সংণগ্ন একটি ব্রিজের নিচে থেকে পান ব্যবসায়ী হাসান উদ্দিন (৪২) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৫ সেপ্টম্বর) রাত পৌনে ১ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। হাসান উক্ত এলাকার পান ব্যবসায়ী ইসহাক সওতাগরের পুত্র।
ঘটনার সাথে জড়িত মো: যোবায়ের হোসেন (২১) ও বাবু দে(২০) নামে ২ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসান চুনতি বাজারে তার বাবার সাথে পানের ব্যবসা করতেন।
গত ১২ সেপ্টেম্বর ব্যবসা শেষে রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয়। স্বজনরা তাকে অনেক খোঁজাখুজির পর খোঁজ পাননি। রবিবার (১৫ সেপ্টম্বর) রাতে স্থানীয়রা কালভার্টের ভেতর একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের সহায়তায় মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমক হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পান বিক্রির টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার জন্য হাসানকে শ্বাসরোধ করে হত্যা করে কালভার্টের ভিতর ফেলে দেয় বলে আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।