শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্বাক্ষর জালের অভিযোগ মেম্বরদের দুপচাঁচিয়ার গুনাহারে ফ্রি ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দুপচাঁচিয়ায় ইউথ ফাউন্ডেশনের উদ্যোগে ওয়ান নাইট ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত অবিদীয় মার্ডি হত্যাকাণ্ডের বিচারের জন্য ১০ বছর ধরে দ্বারে দ্বারে ঘুরছেন স্বজনরা বাগেরহাটের রামপালে জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ পীরগঞ্জে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সান্তাহারে প্রি-পেইড মিটার স্থাপনের বিরুদ্ধে মানববন্ধন আদমদীঘিতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ গেল চোরের নন্দীগ্রামে চোরাই গরুসহ চোর আটক ফুলবাড়ীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আমরা ত্রাণ তুললে সমস্যা, শহীদদের স্মরণে অনুষ্ঠান করলেও সমস্যা : হাসনাত

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯
আমরা ত্রাণ তুললে সমস্যা, শহীদদের স্মরণে অনুষ্ঠান করলেও সমস্যা : হাসনাত
আমরা ত্রাণ তুললে সমস্যা, শহীদদের স্মরণে অনুষ্ঠান করলেও সমস্যা : হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘পঞ্চগড়ে কেউ আমার নাম বেচে লাখ টাকা নিয়ে আসে, সেটায় আমি প্রতিবাদ জানাতে পারি। এটার জন্য সবাইকে অসম্মান করলে আমাদের কাজের পরিধি কমে যায়। আমরা ডিমোরালাইজড হই। আমরা ত্রাণ তুলি সেটাতে সমস্যা, শহীদদের স্মরণে অনুষ্ঠান করি সেটাতেও সমস্যা।’

রোববার (১৫ সেপ্টেম্বর) ধানমন্ডি টিআইবির কার্যালয়ে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস-২০২৪ উপলক্ষ্যে টিআইবির আয়োজনে ‘নতুন বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন: তরুণদের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন,আমাদের তারুণ্যতা এমন যে, এটাকে আপনি যেকোনো সেফ (রূপ) দিতে পারেন। আমাদেরকে সেফ দেওয়া যায়, গাইড করা যায়। আমরা আপনাদের কাছে চাই, আপনারা যেন আমাদের গাইড করেন।

তিনি বলেন, ২০২৪ এ এসে যেন ৭১, ৯০ এর পুনরাবৃত্তি না হয়। এই অবস্থায় এসে যদি আপনারা সবাই সহযোগিতা না করেন তাহলে হয়ত আমরা সঠিক পথে থাকতে পারব না। স্বপ্ন, প্রত্যাশা নিয়ে ২৪ এর আন্দোলন হয়েছিল, তাতে সবার চেষ্টায় সফল হয়েছে। আর এখন ২৪ এর আন্দোলন পরবর্তী সময়ের পথ চলায় যেমন একজন রিকশা চালককে সম্পৃক্ত করতে হবে, তেমনি মিরপুরে গৃহকর্মী ছাত্রদের শরবত বানিয়ে খাইয়েছিল তাকেও পরবর্তী পথ চলায় সম্পৃক্ত করতে হবে। তারা যে কারণে ছাত্রদের আন্দোলনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছিল, তাদের যে চাওয়াটা সেটা যেন আমরা ভুলে না যাই। এ সব কিছুর জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

এই সমন্বয়ক বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলন সবার আন্দোলন ছিল। পরবর্তী সময়ে এটাকে সর্বজনীন করতে হলেও আমাকে সবার কাছে যেতে হবে। তোষামোদি করা কি অপরাধ কি না এটা জানতে চাই? এটা কি অপরাধ? এটা অপরাধ না। আমি যদি কারও সমালোচনা করতে পারি, আমি শর্তহীন প্রশংসাও করতে পারি।’

তিনি আরো বলেন, বর্তমানে আমরা ভলান্টিয়ার হিসেবে কাজ করছি, আমরা কিন্তু কোনো অথরিটি না। তবে আমাদের কাজকে আরও সুন্দর করতে আপনাদের সহযোগিতা পরামর্শ, গাইড করার কাজটি খুব প্রয়োজন। আমাদের আন্দোলনের সঙ্গে কিন্তু সব শ্রেণি-পেশার মানুষ সম্পৃক্ত হয়েছিল, এখন আন্দোলন পরবর্তী সময়ে কিন্তু তাদের প্রয়োজন কী, কোন চাহিদার কারণের তিনি আন্দোলনে যুক্ত হয়েছিলেন, সেসব বিষয় চিহ্নিত করে তাদের চাহিদাটা কিন্তু পূরণ করতে হবে। তবেই তাদের এই আন্দোলনে আসা কিন্তু সার্থক হবে মনে করবে তারা।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বর্তমান বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, রাতে ঘুমানোর আগে যাই একটু সমন্বয়কদের গালাগালি করে আসি। কমেন্টসে গালাগালি করে আসি। কারণ এটা সবচেয়ে সেইফ জোন। আমরা ভলান্টিয়ার বেসিসে কাজ করছি, আমরা অথরিটি না। আমরা সবার সহযোগিতা চাই। আমরা অথরিটি না, লিগ্যাল এনটিটি নই।’

তিনি বলেন, ‘মানুষ ডিভোর্সের সমস্যা থেকে শুরু করে সচিব পদবি চেঞ্জ করার জন্য (আমাদের কাছে) আসেন। কিন্তু আমাদের অথরিটি নাই। যদি আমাদের কোনো ভুল থাকে সেটা কীভাবে সংশোধন করবো, সেটা কীভাবে অ্যাড্রেস করবো- সে বিষয়ে প্রপার সলভ করেন। এটা হলে আমাদের জন্য কাজ করা সহজ হয়।’

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com