মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত মোংলায় ৪০টি গীর্জায় উদযাপিত হচ্ছে শুভ বড়দিন বাগেরহাটের রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত ‎আগামীর বাংলাদেশ হবে সাম্যের ‎-জামায়াত আমীর ডা. শফিকুর রহমান দুপচাঁচিয়ায় সাকিবকে মারপিটের ঘটনায় মানববন্ধন কর্মসূচী পালিত দুপচাঁচিয়ায় ওএমএস ডিলার নিয়োগে লটারী অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই রাখাল নিহত গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাফুফের নির্বাচনে সভাপতি প্রার্থী ঘোষণা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩
বাফুফের নির্বাচনে সভাপতি প্রার্থী ঘোষণা
বাফুফের নির্বাচনে সভাপতি প্রার্থী ঘোষণা

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি পদে নির্বাচন করবেন না কাজী সালাউদ্দিন। শনিবার (১৪ সেপ্টেম্বর) এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। এই ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই সভাপতি পদে প্রার্থীর নাম আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। সেখানে ফুটবল সংগঠক তরফদার রুহুল আমিনের নাম ঘোষণা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর এক হোটেলে ঐক্যমতের ভিত্তিতে বাফুফে নির্বাচনে সভাপতির নাম ঘোষণা হয়। সেখানে অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আলী ইমাম তপন বলেন, ‘জেলা ও ক্লাবগুলোর পক্ষ থেকে তরফদার রুহুল আমিনকে সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ফুটবল ফেডারেশন জেলা পর্যায়ে লিগ পরিচালনা করতে সহায়তা করেনি। উনার সহায়তায় জেলায় লিগ হয়েছে।’

আলী ইমাম তপন ঘোষণা দেয়ার পর তরফদার রুহুল আমিন নিজেও তার প্রার্থীতার বিষয়টি নিশ্চিত করেছেন। বাফুফের সভাপতি পদের জন্য তরফদার রুহুল আমিনের লড়াইয়ের বিষয়টি আগে থেকেই শোনা যাচ্ছিল। অবশেষে সেটা জানা গেল নিশ্চিতভাবে। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে এই নির্বাচন।

তরফদার রুহুল আমিন পেশায় ব্যবসায়ী। ২০১৫ সালে চট্টগ্রাম ফুটবল কমিটির চেয়ারম্যান হিসেবে ফুটবলাঙ্গনে তার পথচলা শুরু। ২০১৬-২০২২ পর্যন্ত ফুটবলে বিপুল অর্থের বিনিয়োগ করেছেন তিনি।
দেশের প্রথম পেশাদার ফুটবল ক্লাব সাইফ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা রুহুল আমিন। জেলা এবং বিভাগীয় পর্যায়ের ফুটবলে তার অবদান অনেক। তরফদার রুহুল আমিনের অর্থায়নে জেলা-বিভাগীয় ফুটবল এসোসিয়েশন ২-৩ বছর খেলা পরিচালনা করেছে। ফুটবল ফেডারেশনে আনুষ্ঠানিক পৃষ্ঠপোষকতা ছাড়াও মহানগর ক্লাব পর্যায়েও অনেক অর্থ প্রদান করেছেন এই সংগঠক।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com