বগুড়ার আদমদীঘি উপজেলায় এবার ৬১ টি মন্ডবে হিন্দুধর্মলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গা পুজা অনুষ্ঠিত হবে। ইতি মধ্যে মন্ডপ গুলোতে পুরোদমে প্রতিমা তৈরীর কাজ চলছে। পুজাকে সামনে রেখে মন্ডপ পরিচালনা কমিটি গুলো পুজোর সকল কর্মকান্ড এগিয়ে নিতে কাজ শুরু করেছে। আয়োজক কমিটি গুলো মন্ডপ পরিস্কার পরিচ্ছন্ন সহ সাজসজ্জার জন্য প্রস্তুতি নিচ্ছে।
ইতিমধ্যে উপজেলার সকল মন্ডপ পরিচালনা কমিটির সাথে উপজেলা পুজা উদযাপন পরিষদের নের্তৃবৃন্দ দিকনির্দ্দেশনা সহ নানা বিষয়ে পরামর্শ দিয়ে আসছে।
এবার উপজেলার ৬ টি ইউনিয়ন ১টি পৌরসভায় মোট ৬১ টি মন্ডবে শারদীয় দুর্গা পুজা হবে। এরমধ্যে আদমদীঘি সদর ইউনিয়নে ১০টি,সান্তাহার পৌরসভায় ১০টি,সান্তাহার ইউনিয়নে ৪ টি,ছাতিয়ানগ্রাম ইউনিয়নে ৮টি,নশরতপুর ইউনিয়নে ৬ টি,কুন্দগ্রাম ইউনিয়নে ১৩টি ও চাঁপাপুর ইউনিয়নে ১০ টি পুজা মন্ডবে শারদীয় দুর্গা পুজা উদযাপন হবে।
আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা ও সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার জানায়,আগামী ২রা অক্টোরব মহালয়ার মধ্য দিয়ে পুজার সূচনা শুরু হবে এবং আগামী ৯ অক্টোবর (বুধবার) মহাষষ্টীর মধ্য দিয়ে শারদীয় দুর্গা পুজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ইতিমধ্যে সকল মন্ডপে প্রতিমা তৈরীর কাজ পুরোদমে চলছে। পুজা যেন নির্বিঘ্নে সম্পন্ন হয় সে জন্য সকল মন্ডপ গুলোর সম্প্রতি কমিটি গঠন করা হচ্ছে। সরকারি নির্দেশনার পাশাপাশি বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের পক্ষ থেকে মন্ডপ গুলোতে সিসি ক্যামেরা লাগানো,নিরাপত্তা তদারকির জন্য সেচ্ছাসেবক গঠন,সন্দেহভাজন দর্শনাথীদের দেহ তল্লাশীর ব্যবস্থা,নামাজের সময় মাইক-বক্্র না বাজানো,ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সাত্বিকভাবে মায়ের অর্চনা করার ব্যবস্থা সহ ২২ দফা নির্দ্দেশনা সকল মন্ডপ কমিটিকে যথাযথা পালনের বিষয়ে দিকনির্দ্দেশনা দেয়া হয়েছে।
আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ জানান,আদমদীঘি উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বন্ধনের ঐতিহ্য রয়েছে। হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গা পুজা নির্বিঘ্নে ও উৎসব মূখর পরিবেশে করার লক্ষে প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা গ্রহন করা হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল রাজনৈতিক দল,জনপ্রতিনীতি,সূধীজন সহ সর্বস্তরের মানুষের আসন্ন শারদয়ী দুর্গা পুজায় সহযোগীতা আশা করছি।