শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
নন্দীগ্রামে শীতের তীব্রতায় খেজুর রস ও গুড়ের চাহিদা বেড়েছে গাইবান্ধায় ৭জন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ডাসারে বিয়ে অনুষ্ঠান বিষাদে রূপান্তরিত: বোনের বিয়েতে যাওয়া হলো না রেশমার! তারেক রহমানের ৩১ দফার প্রচারে রামপালে লায়ন ডক্টর ফরিদুল ইসলাম গাইবান্ধায় শিক্ষা নীতি ও শিক্ষাঙ্গন বিষয়ক মতবিনিময় সভা বাগেরহাটে  সন্ত্রাসীর হামলায় ৪ নারী আহত গাইবান্ধার সুবিধা বঞ্চিত ৯৬ পরিবার পেল বিনামূল্যে টিউবয়েল দুপচাঁচিয়ার প্রতিবন্ধী গোফ্ফার নিখোঁজ মহান বিজয় দিবস উপলক্ষে তালোড়ায় মুড়াগাছা আলোকিত সমাজের উদ্যোগে পুরস্কার বিতরণ বাগেরহাটে ছাত্রলীগ নেতাকে আটকের ঘটনায় পুলিশের উপর হামলায় ওসি সহ আহত- ৩

আমেরিকায় বাড়ি কিনলেন এস আই টুটুলের ছেলে

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯
আমেরিকায় বাড়ি কিনলেন এস আই টুটুলের ছেলে
আমেরিকায় বাড়ি কিনলেন এস আই টুটুলের ছেলে

এখন যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন সংগীতশিল্পী এস আই টুটুল। অভিনেত্রী স্ত্রী তানিয়ার সঙ্গে বিচ্ছেদের পর এই গায়কের স্থায়ী ঠিকানা এখন যুক্তরাষ্ট্রে। সেখানে বাবার সঙ্গে থাকছেন টুটুলের দুই সন্তান শ্রেয়াস ও আরশ।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি বাড়ি কিনেছেন গায়কের বড় ছেলে শ্রেয়াস। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন টুটুল নিজেই।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ছেলে ও বাড়ির ছবি প্রকাশ প্রকাশ করে এই গায়ক লিখেছেন, শোকর আলহামদুলিল্লাহ, আমাদের শ্রেয়াস একটা বাড়ি কিনেছে। এটি আমাদের জীবনের অসাধারণ আনন্দের একটি দিন।

সন্তানদের জন্য দোয়া চেয়ে টুটুল লেখেন, আপনাদের সময় ও সুযোগ হলে একবার বেড়াতে আসার আমন্ত্রন রইলো আমাদের এখানে। প্লিজ সবাই দোয়া করবেন আমাদের জন্য। সবার জন্য দোয়া করি, আল্লাহপাক সবাইকে তুমি ভালো রেখো।

টুটুলের সেই স্ট্যাটাসে অনেকেই প্রশ্ন তুলেছেন, যুক্তরাষ্ট্রে ছেলে বাড়ি কেনার টাকা কোথায় পেল? জবাবে এই গায়ক জানিয়েছেন, শ্রেয়াস বর্তমানে আমেরিকাতে একটি গাড়ি কোম্পানিতে ডিরেক্টর অব সেলস অ্যান্ড ফাইন্যান্স হিসেবে কর্মরত আছেন।

কেউ আবার মন্তব্য করেছেন, এ কেমন সন্তান! মাকে দেশে ফেলে রেখে, বাবাকে নিয়ে আনন্দ ফুর্তি, বাড়ি কিনে দেওয়া! এটা বুঝলাম না? সেই মন্তব্যের জবাবে টুটুল লিখেছেন, মাকেও দেয়। ওরা মাকে খুব ভালোবাসে। ওদের কাছে মা সবচেয়ে উপরে। আপনি ওদের সম্পর্কে কিছু না জেনেই ভুল বুঝেছেন।

জানা গেছে, বর্তমানে দুই সন্তানকে নিয়েই টুটুলের প্রবাসজীবন। সেখানে স্টুডিওতে মাঝেমধ্যে গান করেন। বড় ছেলে একটি কোম্পানিতে চাকরি করছেন আর ছোট ছেলে আরশ কিংস হাইস্কুলে গ্রেড নাইন-এ পড়ছে।

প্রসঙ্গত, ভালোবেসে বিয়ে করেছিলেন তানিয়া আহমেদ ও এস আই টুটুল। শোবিজ অঙ্গনেও সুখী দম্পতি হিসেবেই পরিচিত ছিল তারা দু’জন। তবে হঠাৎ করেই দীর্ঘ ২২ বছর পথচলার পরে ২০২১ সালে বিচ্ছেদের খবর দেন এই জুটি।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com