আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহারে প্রবাসী ভাইয়ের বাড়ি দখল নিতে আপন দুই ভাই ভাঙচুর চালানোর ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার বিকালে প্রবাসীর স্ত্রী কাজলী আকতার এই অভিযোগটি করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সান্তাহার ইউপির কায়েতপাড়া গ্রামে। অভিযুক্তরা হলেন- আবুল কালাম আজাদ (৬০) ও তার ছোট ভাই নূর ইসলাম (৫০)।
লিখিত অভিযোগে জানাগেছে, প্রায় ১৪ বছর আগে অভিযোগকারি কাজলির শ্বশুর তার পৈত্রিক সম্পত্তি তার স্বামী এবং তার দেবর ও ভাসুরকে ভাগাভাগি করে দেন। এরপর সে অনুযায়ী সীমানা প্রাচীর দিয়ে বাড়ী ভাগ করে রাখা হয়। কাজলীর স্বামী কর্মের তাগিদে বিদেশ থাকায় সন্তানদের পড়াশুনার সুবাদে তিনি নওগাঁ শহরে বসবাস করেন। আর এই সুযোগে অভিযুক্ত ভাসুর ও দেবর মিলে তাদের বাড়ী দখল করার পায়তারা শুরু করেন। শুক্রবার বাড়ী দখল নিতে সীমানা প্রাচীর এবং দুইটি জানালা ভেঙে ফেলেন।
আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।