মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আগৈলঝাড়ায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীর মৃত্যু। জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় দুপচাঁচিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাহিত্য প্রেমী ও দক্ষ সংগঠক সিরাজুল হক মন্টুর গল্প নন্দীগ্রামে চালককে মারপিট করে ইজিবাইক ছিনতাই সান্তাহার প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান বাগেরহাটে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে ছাগল নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২৫

আব্দুস সালাম রানা, শ্রীপুর(গাজীপুর)
  • আপডেট টাইম শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯

আব্দুস সালাম রানা,শ্রীপুর গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে ছাগল নিয়ে দুপক্ষের সংঘর্ষে নারী পুরুষসহ উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার ১৩ সেপ্টেম্বর রাতে উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

রাতেই আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত দুজনকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন, লিটন (৪০), রিপন (৩৭), স্বপন (৩৫), মোহন (৩৩), রাসেল (৩২), আলী হোসেন (৩৩), রোকসানা (২৮), পলাশ (৪০), আকাশ (২৮), শ্রাবণ (১৭), দীনা (৩৬), সিরাতুন্নেছা (৬০), আল আমীন (৩২), মোহন (১৬), রিয়া (২০), রেশমা (১৫), সাবানা (৬০), আছমা (৩০), রাতুল (১৫), কবির (৩৫), মাইনুদ্দিন (৩৩), মোহন (৩৫), পলাশ (১৪) ও আল আমীন (৩৩)। গুরুতর আহত লিটন ও রিপনকে গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত মোহন বলেন, ‘প্রতিবেশী শিবা নাম একজনের ছাগল প্রায় সময় ফসল খেয়ে যায়। গতকালও খেতের লাউ খায়। এ নিয়ে স্বপনের সঙ্গে শিবার কথা-কাটাকাটি হয়। ওই ক্ষোভে রাত সাড়ে ৮টার দিকে শিবা প্রায় শতাধিক সন্ত্রাসী নিয়ে আমাদের বাড়ি ঘিরে ফেলে। এ সময় শিবার ভাড়া করা লোকজন আমাদের ওপর হামলা চালিয়ে নারী শিশুসহ কমপক্ষে ১৬ জনকে এলোপাতাড়ি কুপিয়ে পিটিয়ে আহত করে।’

এ সময় দুপক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের ৯ জনসহ দুপক্ষের ২৫ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

প্রতিপক্ষের অভিযোগ অস্বীকার করে শিবা বলেন, স্বপনের লোকজন তাঁদের পিটিয়ে আহত করেছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহরিনা জানান, রাতে পাইটাল বাড়ি গ্রামে সংঘর্ষে আহত ২৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত দুজনকে গাজীপুরে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার কর বলেন, ‘দুপক্ষের সংঘর্ষের বিষয়ে জেনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com