শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাগেরহাটে ছাত্রলীগ নেতাকে আটকের ঘটনায় পুলিশের উপর হামলায় ওসি সহ আহত- ৩ বাগেরহাটে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালংকার লুট সাদ পন্থীদের কার্যক্রম বাতিলের দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত। সান্তাহারে দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত বিতরণ গাইবান্ধা নবাগত নারী পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা কিশোর গ্যাংয়ের হাতে ওষুধ ব্যবসায়ী শামীম হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ বাগেরহাটের রামপালে মুক্তিযোদ্ধা জলিল স্মরণে আমাদের গ্রাম’র ফ্রি মেডিকেল ক্যাম্প বাগেরহাট থেকে আটক হলো জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা মামলার আসামি ফুলবাড়ীতে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারী আটক গাইবান্ধায় ১ হাজার দুস্থ মানুষ পেলেন শীতবস্ত্র

সাংবাদিকের মায়ের রগ কেটে দেওয়া সেই মাদক সেবনকারী আটক

আমজাদ হোসেন জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট টাইম শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩

 আমজাদ হোসেন জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের পারিবারিক কলহের জেরে এক সাংবাদিকের মায়ের হাতের চারটি রোগ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক মাদকসেবী ব্যবসায়ীর বিরুদ্ধে।

এঘটনায় ভুক্তভোগী ওই মহিলার ছেলে সাংবাদিক আল আমিন বাদি হয়ে মাদকসেবী আজাদুল ইসলামসহ কয়েকজনকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এঘটনায় বুধবার বিকেলে উপজেলার বড়পুকুরিয়া গ্রাম থেকে মাদকসেবী আজাদুল ইসলাম (৩৫) কে গ্রেপ্তার করেছে পাঁচবিবি থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামী আজাদুল ইসলাম হলেন- পাঁচবিবির বড়পুকুরিয়া গ্রামের মোঃ জাবেদ আলীর ছেলে।

বুধুবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাঁচবিবি থানার উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মোঃ সোহেল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বাদী ভুক্তভোগী মহিলার ছেলে সাংবাদিক আল আমিন বলেন, বেশকিছু দিন থেকে প্রতিবেশী আজাদুল ইসলামের পরিবারের লোকজনের সঙ্গে আমাদের পারিবারিক কলহের জেরে ঝগড়া বিবাদ চলছিল।

এরই এক পর্যায়ের ক্ষিপ্ত হয়ে গ্রেপ্তারকৃত মাদকসেবী আজাদুল ইসলামসহ অন্য আসামীরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায় এক পর্যায়ে আমার মায়ের হাতের চারটা রগ কেটে ফেলে। এতে আমার মা গুরুত্বর আহত হলে প্রথমে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক পরবর্তীতে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করেন।

এ বিষয়ে বিবাদী আজাদুল ইসলামের ছোট ভাই আসাদুল ইসলাম সাংবাদিকদের বলেন, এঘটনায় আল আমিন ও তার পরিবারের লোকজন লাঠিসোঁটা নিয়ে আমাদের উপরও হামলা করলে আমার বাবা, বোনসহ তিনজন আহত হয়েছে। বোন হাসপাতালে ভর্তি আছে। আমরাও সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ করেছি।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com