বাগেরহাটের রামপালে কথিত সংখ্যালঘুর তকমা দিয়ে এক ব্যাক্তির জমি দখল চেষ্টার অফিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. সেকেন্দার আলী প্রতিকার চেয়ে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, উপজেলার ফয়লাহাটের ৫৮ নং সন্তোষপুর মৌজায় ০.৮ শতাংশ জমি ক্রয় করেন। যা সিএস ১৩২/১ এসএ ১৩২ ও বিআরএস ১৩ ও খন্ড খতিয়ান ৬১০ এবং ৫৯২ দাগে জমি। ওই জমির রেকর্ডীয় মালিক জনৈক অভিলাষ হালদারের স্ত্রী শেফালীর কাছ ক্রয় করেন শ্যামল হালদার। তার থেকে ক্রয়সূত্রে মালিক হন ঝালবাড়ী গ্রামের মৃত শেখ হাসান রুমির ছেলে শেখ সেকেন্দার আলী। তিনি সার্ভেয়ার দ্বারা মাপজোক করে জমি বুঝিয়ে দেন। ওই জমিতে পূর্বে থেকে দোকানঘর বাধা ছিল। রাজনৈতিকভাবে ওই জমি থেকে ভুক্তভোগী সেকেন্দারকে গত ইং ১৬-০৮-২০২৪ তারিখ আওয়ামীলীগ সরকারের সময় কতিপয় নেতা প্রভাব খাটিয়ে উচ্ছেদের চেষ্টা করে। যা এখোনো অব্যাহত আছে। আওয়ামীলীগের কতিপয় লোকজন এখনো তাদের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী।
ভুক্তভোগী সেকেন্দার জানান, জমিটি মেইন রাস্তার পাশে হওয়ায় কিছু প্রভাবশালী ব্যাক্তি জমিটি হাতিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে। তারা হিন্দু সম্প্রদায়ের কিছু লোকজনকে ভুল বুঝিয়ে অপপ্রচার চালাচ্ছেন। তিনি বলেন, বৈধভাবে জমি ক্রয় করেও অপবাদ নিতে হচ্ছে। তিনি প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেন।